Home / অন্যান্য / সত্যবাদী গণিত

সত্যবাদী গণিত

শীতের সকাল। আমি আর দাদু ভাই বারান্দায় বসে আছি। কথা প্রসঙ্গে দাদু ভাই কে চমকে দেয়ার জন্য বললাম জানো দাদু ভাই ১৯৩২ সালে আমার বয়স ছিল আমার জন্ম সালের শেষ দুটি অঙ্ক যা তাই। এই মজার যোগাযোগটির কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন তার ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। প্রথমে ব্যাপারটা আমি অসম্ভব বলেই ভেবেছিলাম। কিন্তু খাতা কলম এ হিসাব করে দেখলাম না ব্যাপারটা সত্যি।

প্রশ্নটা শুনে প্রথমেই মনে হতে পারে প্রশ্নের ভাষাটা ভুল। কিন্তু ব্যাপারটা ঠিক এরকম- এখানে স্পষ্টত আমার জন্ম বিংশ শতাব্দীতে। তাহলে যে সালে আমি জন্মেছি সে সালের প্রথম দুটি অঙ্ক ১৯_ _ (শতকের সংখ্যা)।

শেষের দুটি অঙ্ক সেই একই দুটি সংখ্যার সঙ্গে যোগ করলে দাঁড়াবে ৩২।

তাহলে সংখ্যাটি ১৬ ঃ আমার জন্ম ১৯১৬ সালে এবং ১৯৩২ সালে আমার বয়স ১৬ বছর।

আবার দাদু ভাই এর জন্ম স্পষ্টত উনবিংশ শতাব্দীতে। তাহলে তার যে সালে জন্ম সে সালের প্রথম দুটি অঙ্ক ১৮_ _।

ওই সালের বাকি অঙ্ক দুটিকে দ্বিগুণ করলে অবশ্যই ১৩২ হতে হবে।  তাহলে আমরা যে সংখ্যাটি বের করতে চাই, সেটা ১৩২ এর অর্ধেক ; অর্থাৎ ৬৬।

দাদু ভাই এর জন্ম ১৮৬৬ সালে এবং ১৯৩২ সালে তার জন্ম ৬৬ বছর। দেখলেনত গণিত কখনই মিথ্যা বলে না।

 

About hasan

2 comments

  1. জানা জিনিস। নতুন করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

  2. নতুন কিছু জানানোর ইচ্ছাই আছি। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Scroll To Top